Print Date & Time : 24 August 2025 Sunday 1:18 pm

মির্জাপুরে শিক্ষকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেরা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম।

আজ বুধবার (৩ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতেই শিক্ষকদের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মো. সুলতান উদ্দিন, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার কমিশনার মো. খোরশেদ আলম এবং বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমরান হোসেন প্রমুখ। শিক্ষার গুণগত মান উন্নয়সহ শিক্ষকদের সার্বিক উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন নবাগত নির্বাহী নির্বাহী অফিসার শেখ নুরুল আলম।

দৈনিক দেশতথ্য//এইচ//