মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
রমজান মাস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বাজার মনিটরিং কমিটি জনসচেতনামুলক লিফলেট বিতরণ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের নের্তৃত্বে শহরের বিভিন্ন দোকান পাট ও ফুটপাতের দোকানের ব্যবসায়ীদের মাঝে জনসচেতনা মুলক লিফলেট বিতরন করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বাজার নিয়ন্ত্রন মনিটরিং কমিরি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, রমজান মাস এলে এক শ্রেণীর ব্যবসায়ী নানা কারসাজির মাধ্যমে পন্য মজুত রেখে বেশী দামে পন্য বিক্রি করে থাকেন। এছাড়া নোংরা পরিবেশে ইফতারি বিক্রি করা হয়। এ বছর রমজান মাসে কোন অসাধুন চক্র যাতে বাজার অস্থিতিশীল করতে না পারেন সে জন্য বাজার মনিটরিং কমিটি করা হয়েছে। এখন মনিটরিং কমিটি নিয়মিত বাজার দেখাশোনা করবেন। সরকারী নির্দেশনা প্রতিপালনের জন্য উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ জনসচেতনা মুলক লিফলেট বিতরন করে যাচ্ছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post