Print Date & Time : 27 August 2025 Wednesday 1:47 am

মির্জাপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল উদ্ধার

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সরকারী খাদ্যবান্ধব কর্মসুচীর তিন টন চাল কাল বাজারে বিক্রির সময় উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার ২৫ আগস্ট রাতে উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি বাজারের তিনটি দোকান ও বাজার থেকে এ চাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তিনজনকে আসামি করে মামলা দায়ের এবং খাদ্য অফিস থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মো. তারেক আজিজ যৌথ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মির্জাপুর উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার ফয়সাল এবং মির্জাপুর থানা পুলিশসহ আনসার বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন জামুর্কি ইউনিয়নের জামুর্কি বাজারে সরকারী খাদ্যবান্ধব কর্মসুচীর সরকারি বিপুল পরিমান চাল তিনটি দোকানে খোলা বাজারে বিক্রির জন্য মজুত রয়েছে। সংবাদ পেয়ে রাতেই তিনি এসিল্যান্ড, খাদ্য অফিসের কর্মকর্তা, সেনাবাহিনী ও মির্জাপুর থানা পুলিশকে অবহিত করে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় জামুর্কি বাজারের মঞ্জু মিয়া, তানভীর হোসেন ও নিতাই চন্দ্র দাসের দোকানে খাদ্যবান্ধব কর্মসুচীর চাল মজুত রাখা অবস্থায় ২৯০০শ কেজি (প্রায় তিন টন) চাল উদ্ধার করেন। অভিযানের সময় ওই তিন ব্যক্তি পালিয়ে যায়। এ সময় জামুর্কি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার মো. ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করেন। পরে চালগুলো উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা এবং উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, অভিযানের সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯০০শ কেজি (প্রায় তিন টন) চাল উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার উপজেলা খাদ্য অফিসের উদ্যোগে ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঘটনার সঙ্গে ডিলারগন জড়িত পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্তা গ্রহণ করা হবে। এছাড়া কাল বাজারে চাল বিক্রির অভিযোগে জামুর্কি বাজারের মঞ্জু মিয়া, তানবীর হোসেন ও নিতাই চন্দ্র দাসকে আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। পুলিশ তাদরে গ্রেফতারে অভিযান শুরু করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, খাদ্য কর্মকর্তার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পাওয়ার পর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসুচীর সরকারি চাল কাল বাজারে বিক্রির জন্য একটি চক্রের সন্ধান পাওয়ার পর গতকাল সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। তিনজন পলাতক হলেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।