Print Date & Time : 22 August 2025 Friday 5:11 am

মির্জাপুরে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের জনসভা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
দীর্ঘ ১৭ বছর টাঙ্গাইলের মির্জাপুরে এই প্রথম বারের মত প্রকাশ্যে বাংলদেশ জামায়াতের ইসলামের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় উৎসাহ-উদ্দীপনায় নেতাকর্মীদের ঢল নেমেছিল।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল তিনটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই হাটুভাঙ্গা অভার ব্রিজের নিচে জনসভায় প্রধান অতিথি ছিরেন টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর মাওলানা আহসান হাবীব মাসুদ। দীর্ঘ দিন পর প্রকাশ্যে জনসভা অনুষ্ঠিত হওয়ায় জনসভাকে সফল করতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল ও মিলন মেলায় পরিনত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলাম গোড়াই ইউনিয়ন শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম শাজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম, হোসনী মোবারক বাবুল, জেলা কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারী হাফেজ মো. আবুল হাসেম মৃধা এবং টাঙ্গাইল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মোমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর মাওলানা আহসান হাবীব মাসুদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে এ দেশে উন্নয়নের নামে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি তৈরী করেছে। সাধারণ মানুষের কথা চিন্তা না করে নিজেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দ্রব্য মুল্যের দিকে কোন নজরদারী ছিল না। সাধারণ মানুষ আজ খুবই অসহায়। এই সব বাহিনী তৈরী করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এ দেশে এখন আর কোন চাঁদাবাজদের জায়গা হবে না। তিনি চাঁদাবাজদের ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিকট সোপর্দ করার জন্য দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষকে অনুরোধ জানান।