মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে গত দুই দিনের ব্যবধানে পাঁচ বাড়িতে ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। সেই সঙ্গে বাড়ছে ব্যাপকহারে গরু চুরির ঘটনা।
সংঘবদ্ধ চোর ডাকাত দল বাড়িতে হানা দিয়ে আলমারি ও সুকেজ ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালংকারসহ ৭-৮ লাট টাকার মালামাল লুটে নিয়েছে বলে ভুক্তভোগি পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি খোকা মিয়া নামে বাড়ির মালিক।
আজ শুক্রবার এলাকাবাসি জানায়, বেশ কিছু দিন ধরে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ডাকাতিসহ গরু চুরি বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকায় গরু চুরি ঠেকাতে কৃষকগণ রাত জেগে পাহারা দিচ্ছেন বলে অভিযোগ।
বিশেষ করে পাহাড়ি এলাকায় গুর চুরি বৃদ্ধি পেয়েছে বেশি। বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হেলাল দেওয়ানসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়ন ছাড়াও আজগানা, তরফপুর, লতিফপুর ও গোড়াই ইউনিয়নে গত এক মাসের ব্যবধানে ২০-২৫ টি গরু চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল উত্তরপাড়া গ্রামের আব্দুর করিম ও খোকা মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দিয়ে আলমারি ও সুকেজ ভেঙ্গে ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালংকারসহ ৬/৭ লাখ টাকার মালামাল লুটে নেয়। এর আগে গত বুধবার রাতে বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর ও গায়রাবেতিল গ্রামে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তিন বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্নালংকার ও মালামাল লুটে নেয়।
এ ব্যাপারে বাড়ির মালিক খোকা মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধীরা নানা কৌশলে বিভিন্ন এলাকায় অপরাধ করে যাচ্ছে। থানায় াভিযোগের পর অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।