মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সেরা ফলাফল অর্জন করেছে।
বিজ্ঞান বিভাগ থেকে ৪৭ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে অংশ গ্রহন করে গোল্ডেন প্লাসসহ সকলেই জিপিএ-৫ পেয়েছে।
শতভাগ জিপিএ-৫ পাওয়ায় এবং সেরা ফলাফল অর্জন করায় ক্যাডেট কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ দেখা দিয়েছে।
আজ শুক্রবার (২৮ জুলাই) কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা উৎসাহ উদ্দীপনা। মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিক ভাবে সন্তোষজনক ফলাফল অর্জন কারয় সকলের প্রতি কৃতজ্ঞা ও সার্বিক সহযোগিতা চেয়েছেন কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, পিবিজিএম, পিএসসি।
মির্জাপুর ক্যাডেট কলেজের এ্যাডজুট্যান্ট মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া বীর জানান, মির্জাপুর ক্যাডেট কলেজ সারা দেশের মধ্যে একটি অনন্য ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।
১৯৬২ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়। শিক্ষা গ্রহনের পাশাপাশি দেশ প্রেমের উদ্ধুদ্ব হয়ে ক্যাডেটদের নিয়ম-শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি অনন্য প্রতিষ্ঠান। ক্যাডেট কলেজের পরিচালনা পরিষদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং ক্যাডেটদের অক্লান্ত শ্রমের ফলেই প্রতি বছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে মির্জাপুর ক্যাডেট কলেজ মেধা তালিকায় স্থান দখল করে আসছে। এ বছরও ফলাফল সন্তোষ জনক হয়েছে।
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজী ভার্ষনে শতভাগ জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটরা হচ্ছে, মাহবুব, কাব্য, তাসনিম, সাইফুল, নুর, সুমন, পবিত্র, নোমান, আবিদ, নাইম, অমি, সোহাইব, হাসনাইন, অরিত্র, আজওয়াত, সোহান, সাবির, সাইমুল, ইসতিয়াক, আলম, সাহেদ, আদনান, তাউসিফ, আব্দুল্লাহ, তাওহিদ, নেহাত, সাদিত, ইসলাম, রংগন, লুবান, ফেরদৌস, আলমাছ, সাকিব, রোদেল, তাসওয়ার, সাবিক, সাকলাইন, ফারহান, রুদ্্র, রিদম, হোসাম, রিসাল, আফনান, সিদ্দিকী, নাহান, রাফসান এবং প্রাপ্ত।
এ ব্যাপারে ক্যাডেট কলেজের উপাধাক্ষ মো. কামরুজ্জামান বলেন, জ্ঞানই শিক্ত, বিদ্যাই বল এই শ্লোগানে মির্জাপুর ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত। সকলের সার্বিক সহযোগিতায় ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মির্জাপুর ক্যাডেট কলেজের সুনাম দেশে ও বিদেশের মাটিতে ছড়িয়ে পরে সে জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
দৈনিক দেশতথ্য//এস//