Print Date & Time : 5 July 2025 Saturday 5:33 pm

মির্জাপুর ক্যাডেট কলেজে বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতায় নজরুল হাউজ চ্যাম্পিয়ন


নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতায় নজরুল হাউজ অভার অল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে ফজলুল হক হাউজ। জুনিয়র গ্রুপের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হয়েছে সোহরাওয়ার্দী হাউজের নবম শ্রেণীর ক্যাডেট আওয়াদ এবং সিনিয়র গ্রুপের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হয়েছে নজরুল হাউজের দ্বাদশ শ্রেণীর ক্যাডেট সামিউল। ২০২১ সালের সার্বিক বিজয়ী হাউজ সোহরাওয়ার্দী হাউজ এবং উপ-বিজয়ী নজরুল হাউজ।
আজ বুধবার জমকালো সমাপনী দিনে মির্জাপুর ক্যাডেট কলেজ মাঠে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে এ্যাথলেটিক প্রতিযোগতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিরেন বাংলাদেশ সেনাবাহিনী এ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউিসি, পিএসসি। এ সময় মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপটেন মো. নুর-ই ইসলাম এএফডব্লিউিসি, পিএসসি, এটিসি, ভাইস প্রিন্সিপাল মো. সাইফুল ইসলাম, এ্যাডজুটেন্ট মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন আলাউদ্দিন সাত্তাহসহ মির্জাপুর উপজেলা ও টাঙ্গড়াইল জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ৯ পদাধিক বিডভিশন ও পাহাড়কাঞ্চনপুর বিমান বাহিনীর পদস্থ্য সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
গত ২৬ ডিসেম্বর মির্জাপুর ক্যাডেট কলেজের ৭ দিন ব্যাপি আন্তঃহাউজ বার্ষিক এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নু-ই ইসলাম এএফডব্লিউিসি, পিএসসি, এটিসি ।
অনুষ্ঠানে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরষ্কার বিতরনের পর প্রধান অতিথি মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, ১২ টি ক্যাডেট কলেজের মধ্যে শিক্ষা সহশিক্ষা ও ক্রীড়া-সংস্কৃতির ক্ষেত্রে ক্যাডেটদের যে সুখ্যাতি আছে তা নিজে প্রত্যক্ষ করে আমি অত্যান্ত আনন্দিত। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী পালনের প্রাক্কালে তোমাদের শপথ গ্রহন করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারন করার এবং সেই আরোকে জীবন গড়ার।