Print Date & Time : 29 August 2025 Friday 12:31 pm

মির্জাপুর ছাত্রদলের সদস্য সচিব গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর নাশকতা মামলায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান সিকদার উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের আরফান আলী সিকদারের ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) মির্জাপুর থানা পুলিশ জানায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে উপজেলার পাকুল্যা এলাকায় সরকার বিরোধী কর্মসূচী থেকে হাবিবসহ কয়েকজন পুলিশকে উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরন ঘটায়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) আবুল বাসার মোল্লা জানিয়েছেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান সিকদারকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তারা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাবুবুর রহমান সিকদারকে অবিলম্বে মুক্তির দাবি করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২২,২০২৩//