Print Date & Time : 24 August 2025 Sunday 11:23 am

মীরসরাইয়ে পিকআপ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জিয়াউর রহমান জিতু (মীরসরাই)চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে চলন্ত পিকআপ গাড়ি থেকে পড়ে শান্ত সানা (৪২) নামের একজন শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকালে অর্থনৈতিক অঞ্চলের জিরো পয়েন্ট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক খুলনা জেলার পাইকগাছা থানার বাইনবাড়ীয়া এলাকার শ্যামল কান্তি সানার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, নিহত শ্রমিক অর্থনৈতিক অঞ্চলের জিহং ননওভেন কোম্পানিতে কর্মরত রয়েছে। সকালে কর্মস্থলে যাওয়ার সময় পিকআপ গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে প্রেরণ করলে পথে মধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//