Print Date & Time : 25 August 2025 Monday 7:09 am

মীরসরাইয়ে ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসায় পুরস্কার বিতরণী

জিয়াউর রহমান জিতু মীরসরাই (চট্টগ্রাম)

ফারুকীয়া মদীনাতুল উলুম মাদরাসা উদ্যোগে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) সকাল ১০টা মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আল আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ শাহনেওয়াজ হোসাইন আযহারী সভাপতিত্বে মাদরাসার অধ্যক্ষ সাফওয়ান বিন হারুন আল আযহারী সার্বিক তত্ত্বাবধানে এবং মাদরাসা শিক্ষক মাসুদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মঈন উদ্দিন আযহারী ও আল-আযহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম দায়িত্বশীল হাফেজ আলিমুল হক চৌধুরীসহ মাদরাসা শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//