Print Date & Time : 13 September 2025 Saturday 5:17 pm

মীরসরাইয়ে আমন ধানের বাম্পার ফলন

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে।

উপজেলার ১৬ টি ইউনিয়নে আমন ধানের সোনালি শীষে ভরে গেছে কৃষকের জমি। বাতাসে দোল খাচ্ছে সোনালি ধানের শীষ। মাঠের যেদিকেই চোখ মেলে দেখা যায় আমন ধানের সবুজের মাঝে সোনালি ঢেউ। চলতি আমন মৌসুমে আমন ধানের ফলন ভালো হওয়াতে কৃষকরাও আনন্দিত।

মীরসরাই উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধানের আবাদ ধরা হয়েছিল ১৯ হাজার ৭৭৫ হেক্টর জমি।
এবার ১৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এরমধ্যে উফসী বিভিন্ন জাতের আমনের চাষও হয়েছে।
উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ধূম, ওচমানপুর, ইছাখালী, কাটাছরা, দূর্গাপুর, মীরসরাই সদর, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছরা মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালীতে আমনের আবাদ করা হয়েছে। এর মধ্যে প্রতিবছরের ন্যায় এবারও সবচেয়ে বেশি ইছাখালীতে ৯৫০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জমিতে আমন ধানের ফলন ভালো হয়েছে। ১৬টি ইউনিয়নে ধান ক্ষেতে গাছের শীষ ধানে নুইয়ে পড়ছে। অল্প কিছুদিনের মধ্যে ধান কাটা শুরু হবে।

কাটাছরা ইউনিয়নের কৃষক মোস্তফা জানান, আমন ধানের রোগবালাই খুব কম। তাই এই বছর আশার চেয়ে বেশি ফলন হয়েছে। জমিতে ঘুরে দেখলাম ধান ভালোই হয়েছে। দেখতেও খুশি লাগে। এবার অনেক মাঠেই এক মাস আগেই এই ধান পাকতে শুরু করেছে। সব খরচ বাদ দিয়ে এবার লাভবান হবেন বলে আশা করছেন কৃষকরা।

দৈনিক দেশতথ্য//এইচ//