Print Date & Time : 13 September 2025 Saturday 3:06 pm

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: হেলপার নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।

শনিবার ( ১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে পেছনে থাকা ট্রাকের হেলপার গাড়ীর নিচে চাপা পরে ঘটনাস্হলেই মৃত্যু হয়। এতে পেছন থেকে আসা ট্রাকটির সামনের দিকটা ধুমড়েমুচড়ে যায়। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক বলেন, শনিবার সকালে বড়দারোগাহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় পেছনের ট্রাকের চালকের সহকারী ট্রাকের নিচে চাপা পরে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//