Print Date & Time : 12 September 2025 Friday 7:17 pm

মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নয়ন, সম্পাদক নিজামী

চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হয়ে কয়েকটি ধাপে রাতে দ্বি-বার্ষিক সম্মেলন মীরসরাই উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

উক্ত নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: জামসেদ আলম প্রধান নির্বাচন কমিশনার, নাট্যকার মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম নির্বাচন কমিশনার, অধ্যাপক সাইদুল ইসলাম প্রিজাইডিং অফিসার, নির্বাচন কমিটির সদস্য সচিব সাংবাদিক নাছির উদ্দিন এবং সদস্য হিসেবে সাংবাদিক রণজিত ধর দায়িত্ব পালন করেন।
এদিন ক্লাবের ২৪ সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪-২৫ সালের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//