রাজবাড়ী প্রতিনিধি ॥ বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’-এর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকালে বাংলা একাডেমির আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভার মধ্যে দিয়ে তার জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার ও মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের কর্মকর্তা শেখ ফয়সাল আমীন, বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার (পৃষ্ঠা-২ ॥ কলাম-৩)
প্রিন্ট করুন
Discussion about this post