রোমান আহমেদ, জামালপুর: মুক্তিযুদ্ধের বিরোধীরা এখন দেশে জ্বালাও-পুড়াও করছে। তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্তে লিপ্ত। স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের ভেতর নগ্ন থাবা বসাচ্ছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্মে এসব কথা বলেছেন রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেলওয়ের ডিজি ডিএন মজুমদার। ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। এ সময় রেলপথ মন্ত্রণানালয়ের সচিব মো. সেলিম রেজা, জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, ওসি মো. রেজাউল ইসলাম খান, পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলসহ রেল কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু যা করে যেতে পারেননি এবং আমরা মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলাম তা পূরণ করার জন্য প্রধানমন্ত্রী অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টাতেই দেশ সমৃদ্ধ হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আমরা পাচ্ছি। আমরা গ্রামে-গঞ্জে গিয়ে উন্নয়নের চিত্র উপলব্ধি করছি। তিনি আরও, জামালপুর রেলস্টেশনে বিশুদ্ধ জলের ব্যবস্থা, দুগ্ধদান মায়েদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ নির্মাণ এবং দেওয়া্নগঞ্জ হতে চট্টগ্রামগামী দুটি নতুন রেল সংযোজনের আশ্বাস দেন। সেই সঙ্গে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ডাবল লাইন বসানোর কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে জানান মন্ত্রী।
রোমান আহমেদ /জামালপুর/২১.১০.২০২১
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post