Print Date & Time : 24 August 2025 Sunday 9:20 am

মুসিয়ালার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করলো বায়ার্ন

বায়ার্ন মিউনিখে জায়গা পাকা করে ফেলেছেন জামাল মুসিয়ালা। এবার তার একটি পুরস্কারও পেলেন তিনি। জার্মান মিডফিল্ডারের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করল বায়ার্ন।

২১ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির খবরটি শুক্রবার নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে জার্মানির সফলতম ক্লাবটি। গত মৌসুমের ব্যর্থতা ভুলে এবার দারুণ ছন্দে বুন্ডেসলিগার শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে বায়ার্ন, টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে তারা। আর এই পথচলায় দারুণ অবদান রেখে চলেছেন মুসিয়ালা, করেছেন ১০ গোল।

২০১৯ সালে চেলসির একাডেমি থেকে বায়ার্নে যোগ দেন মুসিয়ালা। পরের বছর বুন্ডেসলিগায় অভিষেক হয় তার। নতুন চুক্তি করে দারুণ কিছু অর্জনের প্রত্যাশার কথা শোনালেন তিনি।

মুসিয়ালা জানান, “এখানেই আমি পেশাদার ফুটবলে প্রথম পদক্ষেপ নিয়েছিলাম এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতে এই দলের হয়ে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারব।”

তিনি আরও বলেন, “মিউনিখে ও এই ক্লাবে, সমর্থকদের পাশে পেয়ে আমি খুব স্বাচ্ছন্দ্যে আছি। অনেক কিছু আছে, আমরা যা অর্জন করতে পারি।” ফেব্রুয়ারিতে তৃতীয় খেলোয়াড় হিসেবে বায়ার্নে চুক্তির মেয়াদ বাড়ালেন মুসিয়ালা, আগের দুজন অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়ার ও ডিফেন্ডার অলফুঁস ডেভিস।
এম/দৈনিক দেশতথ্য//