নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলাধীন লাহিনীপাড়া-সান্দিয়ারা সড়কের প্রায় তিন কিলোমিটার সড়কের প্রায় তিন হাজার গাছের দরপত্র স্থগিত করা হয়েছে। গাছগুলো কাটা হবে না বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে তিনি গাছ কাটার এই ‘প্রকল্প’ বন্ধ করেছেন বলে দাবি করেন এমপি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি গাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন।
সংসদ সদস্য বলেন, ‘তীব তাপদাহ চলছে। নদী-নালা শুকিয়ে গেছে, টিউবওয়েলে পানি উঠছে না। সেই মুহুর্তে গাছ কাটার প্রশ্নই উঠে না।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফের কমল সোনার দাম জানা গেছে, উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া পাউবোর জিকে খাল ঘেঁষে প্রায় ২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সড়কে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে প্রায় ১০ বছর পূর্বে কয়েক হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছিল উপজেলা বনবিভাগ। দরপত্রের মাধ্যমে ২০২৩ সালে যদুবয়রা থেকে সান্দিয়ারা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের আনুমানিক প্রায় ১০ হাজার গাছ কাটা হয়েছে। চলতি বছরেও ওই সড়কের লাহিনীপাড়া থেকে বাঁধবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের প্রায় ৩ হাজার গাছ কাটা হয়েছে। সম্প্রতি বাঁধবাজার থেকে মাদুলিয়া পর্যন্ত আরো তিন কিলোমিটার সড়কের কয়েক হাজার গাছ কাটার জন্য গাছে নাম্বারিং করে দরপত্র সম্পন্ন করেছে বনবিভাগ।
বিষয়টি নিয়ে গত বুধবার ও আজ বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি জানার পর ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনা। কয়েকটি পরিবেশবাদী সংগঠন শুক্রবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেয়। এমতাবস্থায় গাছ কাটার দরপত্র বাতিল হয়েছে বলে জানালেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, শনিবারও চলবে ক্লাস
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক মঞ্জু জানান, সড়কের সৌন্দর্য বৃদ্ধি, ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছগুলো থাকা দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম জানান, পরিবেশের কথা চিন্তা করে এমপি স্যার ও ডিসি স্যারের নির্দেশনায় অনির্দিষ্টকালের জন্য গাছকাটা বন্ধ করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ এপ্রিল ২০২৪

Discussion about this post