কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ১১১৮’ র সাবেক সভাপতি মাহাবুল হাসান রানার সহযোগিতায় মৃত উজ্জল ড্রাইভারের পরিবারকে আর্থিক অনুদান প্রাদন করা হয়।
গতকাল (২৮ নভেম্বর) মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হিড়িমদিযা গ্রামে মরহুম উজ্জ্বল হোসেন ড্রাইভারের কুলখানিতে উপস্হিত হন কুষ্টিয়া জেলা ট্রাক ও ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ১১১৮’র সাবেক সভাপতি শ্রমিক বান্ধব নেতা মাহাবুল হাসান রানা।
এ সময় তিনি মরহুম উজ্জ্বল ড্রাইভারের শোকাবহ স্ত্রী, শিশু কন্যা, আত্মীয় স্বজন ও শুভাকাংখীদের সহিত কথাবার্তা বলেন, পরিবারের খোজঁ খবর নেন এবং অসহায় পরিবারের পাশে সব সময় থাকার জন্য প্রত্যয় ব্যাক্ত করেন।
সাবেক শ্রমিক নেতা মাহাবুল আলম রানা ও সংগঠনের ১২ মাইল শাখা প্রধান মমিনুল ইসলাম পৃষ্ঠপোষকতায় মরহুম উজ্জ্বল হোসেন’র সহকর্মীসহ অসহায় পরিবারটির জন্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নগদ সহায়তা হিসেবে পরিবারের সদস্যদের উপস্হিতিতে প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্য উপস্হিত ছিলেন, নাসিরুল ইসলাম, জিয়াউর রহমান, খাইরুল ইসলাম, জামু ড্রাইভার, রহমান ড্রাইভার ,সাজ্জাদ ড্রাইভার, কেসমত ড্রাইভার, সেলিম ড্রাইভার আসাদুল ড্রাইভার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর উজ্জ্বল ড্রাইভার আকস্মিকভাবে অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল তার মৃত্যু হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ নভেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post