কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সম্ভাবনাময় শিক্ষার্থীদের মেধা বিকাশের সহায়ক প্রয়াস হিসেবে গণিত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেধা’ ব্যবস্থাপনায় ইঞ্জিনিয়ার খন্দকার সালাহউদ্দিনের সহযোগিতায় শহরের এনএস রোডের কারামায় রেস্তোরাতে এই ‘গণিত প্রতিযোগিতা’-২০২৪ অনুষ্ঠিত হয়। পরে মূল্যায়ন শেষে দুপুর সাড়ে ১২টায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এই গণিত প্রতিযোগিতায় কুষ্টিয়ার প্রথম সারির বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
এসময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুল লতিফ শেখ, বিশেষ অতিথি সহকারী পরিচালক মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেধার সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সালাহউদ্দিন। এই গণিত প্রতিযোগিতার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক ড. নবীনুর খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এহ/04/11/24/ দেশ তথ্য