Print Date & Time : 23 August 2025 Saturday 7:19 am

মেলান্দহে সাবেক সেনা সদস্যের বাড়ি ভাঙচুর, লুটপাট

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে এক সেনা সদস্যের বাড়ি ভাংচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে ।

গত বৃহস্পতিবার সন্ধা সাতটা দিকে উপজেলার ভাবকী এলাকায় মৃত সেনাসদস্য আলতাফ মেলেটারির বাড়ি ভাঙচুর করে আসবাবপত্র, ৪ ভরি স্বর্ণ, ও অন্যান্য সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা সরদার মহি উদ্দিন বৃহস্পতিবার সন্ধায় ভাবকী বাজার সংলগ্ন ৪০ বছরের আলতাফ মিলিটারির পুরাতন বাড়ি দখল করতে ভাঙচুর করে। এসময় ঘরের আলমারীতে রাখা ৪ ভরি স্বর্ণ, টেলিভিশনসহ অন্যান্য আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

জানা যায়, কয়েক বছর আগে আলতাফ মেলেটারী মৃত্যু বরণ করেছেন। তার একটিই ছেলে চাকরির সুবাধে সে ঢাকাতেই থাকে। হামলার সময় বাড়িতে কেউ ছিলোনা ।

চরবানিপাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জানান, বার বার বাধা দেওয়ার পরেও তার গোষ্ঠীর কয়েকজন বিএনপি নেতা ভাই ভাতিজা ও গ্রামের কতিপয় ছেলেদের নিয়ে নিজের অসৎ উদ্যেশ্য হাছিলের জন্য বাজারের নিরীহ মানুষের স্থাপনা ভাঙতেছে। তাকে বলেছিলাম আপনি আমাদের দলের কেউ না তাই দয়া করে কারোর ক্ষতি করবেন না। এই কথা বলার পরও সে অপকর্ম চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে ভাবকী বাজারে সরকারী একটি গাছও কেটে ফেলেন ।
এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সরদার মহি উদ্দিনের মুঠোফোনে কয়েকবার চেস্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী আল মামুন জানান, চাকরির সুবাধে সে ঢাকায় থাকে। ঘটনার দিন বাড়িতে কেউ ছিলোনা। ঘরের তালা ভেঙ্গে এ লুটপাট করে সরদার মহি উদ্দিনের নেতৃত্বে কয়েকজন। পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকায় থানায় অভিযোগ দেওয়ার সম্ভব হয়নি। তবে বিষয়টি মেলান্দহ সেনাক্যাম্পে জানানো হলে তারা বাড়ি পরিদর্শন করে এসেছেন।