Print Date & Time : 10 May 2025 Saturday 4:16 am

মেহেরপুরের গাংনীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে আতিয়ার রহমান (৩০) নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ছাতিয়ান-বাদিয়পাড়া মাঠের একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আতিয়ার রহমান গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়ার রহিদুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে আতিয়ার রহমান ইলেকট্রিক চালিত পাখি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা ছাতিয়ান-বাদিয়পাড়া মাঠের একটি কলা বাগানে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।