Print Date & Time : 12 September 2025 Friday 5:53 pm

মেহেরপুরের গাংনীতে লাশ ঘরের উদ্বোধন

মেহেরপুরের গাংনী থানা চত্বরে ৮ লাখ টাকা ব্যয়ে লাশ ঘরের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২ টায় মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে লাশ ঘর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম পিপিএম বার-সেবা, বিশেষ অতিথি গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, মহিলা ভাইস চেয়ারম্যন ফারহানা ইয়াসমিন। এসময় সকল ইউপি চেয়ারম্যন ও সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ জুলাই ২০২৩