মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে তীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোকে শিল্পী খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গৃহবধু শিল্পী খাতুন গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী। ও পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে।
আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ৮-টার দিকে তার মৃত্যু হয়।
শিল্পী খাতুনের ছেলে রওনক হোসেন জানান, আমার মা সকালে বাড়িতে কাজ করছিলেন। কাজ করতে করতে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় দ্রুত হাসপাতালে নেওয়ার সময় পথেমধ্যে তিনি মারা যান।
রওনক হোসেন আরো বলেন, আমার মায়ের কোনো অসুখ ছিল না। তিনি একজন সুস্থ মানুষ ছিলেন।
মারা যাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নোমাজ আলী।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ এপ্রিল ২০২৪

Discussion about this post