Print Date & Time : 12 September 2025 Friday 10:53 pm

মেহেরপুরের সুস্বাদের হিমসাগর সংগ্রহ শুরু

মেহেরপুর জেলায় আজ থেকে শুরু হচ্ছে হিমসাগর আম সংগ্রহ। দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতি রয়েছে এই হিম সাগর আমের। এবার আমের বাম্পার ফলন হওয়ায় গেল কয়েক বছরের লোকসান পুষিয়ে লাভের আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।

আবহাওয়ার অবস্থা বিবেচনায় এবার ২৫ মে থেকে হিম সাগর আম সংগ্রহের সময় নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। ব্যবসায়ীরা তাই আজ সকাল থেকে শুরু করেছেন আম সংগ্রহের কাজ।

আম বাগানগুলোতে অনেকটাই উৎসব মুখর পরিবেশে আম সংগ্রহের কাজে ব্যস্ত শ্রমিকরা। গাছ থেকে আম পেড়ে তা বিভিন্ন শ্রেণিতে বাছাই করে বন্দি করা হচ্ছে প্লাস্টিকের ক্যারটে। যন্তসহকারে ক্যারেটবন্দী করা আমগুলো পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে।

জেলায় এবার দুই হাজার ৩শ ৪০ হেক্টর জমিতে আমের বাগন রয়েছে। এর মধ্যে হিমসাগর আম রয়েছে ৬৫০ হেক্টর জমিতে। মোট বাগান থেকে ৩৭ হাজার ৭শ ৮৫ মেট্রিকটন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।
গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, মেহেরপুরের বিখ্যাত হিমসাগরসহ অন্যান্য আম নিরাপদ আম হিসেবে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে কৃষি বিভাগ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ মে ২০২৩