Print Date & Time : 11 September 2025 Thursday 11:33 pm

মেহেরপুরের হোটেল ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি


মেহেরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মেহেরপুরে দোকান উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির পূর্ব কর্মসূচি অনুযায়ী ভিক্ষার থালা হাতে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছ

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমুনের নেতৃত্বে মেহেরপুরের ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে সমবেত হন।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ব্যাবসায়ীরা ভিক্ষার থালা হাতে জেলা প্রশাসকের কার্যালয় আসার পথে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের সামনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান একটি অনুষ্ঠানে যাওয়ার পথে থালা হাতে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের গাড়িটিকে থামিয়ে সেখানে গাড়ির সামনে শুয়ে পড়েন। প্রায় তিন মিনিট সেখানে অবস্থান নেওয়ার পর আবারও তারা জেলা প্রশাসকের কার্যালয় উদ্দেশ্যে রওয়ানা দেন। জেলা প্রশাসকের কার্যালয় অবস্থানকালে বক্তব্য রাখেন মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মোমিন, সেলিম মনা,ইজারুল,আকসার আলী প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এল//