মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে অন্যকে ফাঁসাতে গিয়ে রাশেদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি র্যাবের হাতে আটক হয়েছেন।
এসময় ১টি ওয়ান শার্টারগান ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়। আটককৃত রাশেদুল জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের মৃত কুদরত উল্লাহ ওরফে ভাদু মীরের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত সােয়া ২ টার দিকে র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা নিজ গ্রাম থেকে রাশেদুলকে অস্ত্রসহ আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হক।
তিনি জানান,পূর্ব শত্রুতার কারণে আটককৃত রাশেদুল ইসলাম জুগিন্দা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য তার বসত ঘরের দক্ষিণ পাশে একচালা টিনের ছাউনি ও বাঁশের চাটাইয়ের বেড়া দ্বারা নির্মিত রান্না ঘরের ভিতরে ১টি শার্টারগান ও ১টি হাসুয়া লুকিয়ে রেখেছিল। তারপর সে কৌশলে খবর দেয় র্যাব কে। তার তথ্যের ভিত্তিতে অভিযানের সময় রাশিদুলের কথাবার্তা সন্দেহ মনে হলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে অন্যকে ফাঁসানোর কথা স্বীকার করে সে।
আটককৃত আসামীকে আলামত সহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
হা/02/1024 dtbangla
প্রিন্ট করুন
Discussion about this post