গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আসামি আব্দুল মাবুদ (৪০) এর হামলায় দুই পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ মে) সকাল ১১টার সময় বিচার চলাকালীন সময়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো : তহিদুল ইসলামের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারি আসামি আব্দুল মাবুদ মেহেরপুরের গাংনী উপজেলার কুঠি ভাটপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ জানান, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে বিচার কার্য চলছিল। আসামি মাবুদ হাজিরা দিতে গেলে, বিচারক মোঃ তহিদুল ইসলাম তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আদেশ শুনার সাথে সাথে বিচারকের সামনে আসামি তার প্রতিপক্ষকে গালাগালি শুরু করেন। দায়িত্বরত পুলিশ সদস্য আজিমুদদ্দিন বিচারকের নির্দেশে তাকে নিবৃত করে জেলহাজতে নিতে বাইরে নিয়ে আসেন। এ সময় আসামি আব্দুল মাবুদ পুলিশ সদস্যের মুখোমন্ডলে কিল ঘুষি ও লাথি মেরে আহত করেন।
পরে আসামিকে অন্যান্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবং আহত দুই পুলিশ সদস্যকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
সবশেষে আসামি আব্দুল মাবুদকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় আসামি আব্দুল মাবুদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন
Discussion about this post