মেহেরপুরে ৫০ পিস ইয়াবা ও ১হাজার টাকার ৫টি জাল নোটসহ জোহরা আক্তার (৪০) নামের এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌরসভা এলাকাধীন গোরস্থান পাড়া থেকে তাকে আটক করা হয়।
![](https://dailydeshtottoh.com/wp-content/uploads/2022/04/j-5.jpeg)
আটককৃত জোহরা আক্তার পৌরসভা এলাকাধীন গোরস্থানপাড়া এলাকার মৃত আমিনুল ইসলামের মেয়ে।
ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, বাড়িতে মাদক ও জাল টাকা নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটি টিম অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১হাজার টাকার পাঁচটি জাল নোট উদ্ধার করে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আটককৃত জোহরা আক্তার এর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জাল টাকা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//০৮ এপ্রিল,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post