মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার যুগিরগোফা গ্রামে আধ্যাত্মিক ব্যক্তিত্ব গনি শাহ (রহ.)-এর মাজারে দুর্বৃত্তরা ভাংচুর ও লুটপাট চালিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মাজারের চারপাশের বাঁশের তৈরি বেষ্টনী ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে মাজারে রাখা দুটি গিলাফ নিয়ে যায় এবং দান বাক্সটি খুলে পাশের খালে ফেলে দেয়। সকালে মাজারের খাদেম ও ভক্তরা এসে ভাংচুরের চিহ্ন দেখতে পান।
প্রতি বৃহস্পতিবার মাজারে নিয়মিত শিরনী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এক ভক্ত অনুরাগী বলেন, “বৃহস্পতিবার রাত ১১টার দিকে অনুষ্ঠান শেষে আমরা চলে যাই। সকালে এসে দেখি মাজারের বেষ্টনী ভাঙা, দান বাক্স খোলা আর গিলাফ উধাও।”
মাজারের খাদেম ইউসুফ আলী জানান, ভাংচুরের সময় আমরা কেউ মাজারে ছিলাম না। দুর্বৃত্তরা ফুলের মালা ছিঁড়ে ফেলেছে, বাঁশের রেলিং তছনছ করেছে এবং গিলাফ নিয়ে গেছে।
গনি শাহ (রহ.)-এর স্ত্রী রাশেদা বেগম বলেন, এভাবে পবিত্র মাজারে হামলা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
ঘটনার খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।
প্রিন্ট করুন









Discussion about this post