Print Date & Time : 3 July 2025 Thursday 1:49 am

মেহেরপুরে গাঁজার গাছসহ আটক ২

মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে ২০টি গাঁজার গাছসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার(০৯ মে) দিবাগত রাতে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—সাদ্দাম হোসেন (৩৩) ও তার খামারের কর্মচারী দেলোয়ার হোসেন (৩৩)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সাদ্দাম হোসেনের গবাদি পশুর খামার থেকে ২০টি গাঁজার গাছ, গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম, নগদ ৫০ হাজার টাকা এবং একটি পাসপোর্ট জব্দ করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।