মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তাদের আটক করে।
আটককৃত হলো, গালাবাড়িয়া গ্রামের আজিবুর রহমানের ছেলে শামীম ওরফে রাজু(৩১) ও একই এলাকার রতন আলীর ছেলে মোমিনুল ইসলাম(২১)।
গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাজু ও মোমিনুলকে আটক করে।
এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মমিনুল ইসলামের পরিত্যক্ত তামাক ঘর থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে পাঠানো হবে।