Print Date & Time : 12 September 2025 Friday 5:44 pm

মেহেরপুরে গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে আম গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামে আম গাছের শুকনা ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুল ইসলাম হিন্দা গ্রামের ছহিরউদ্দীনের ছেলে ও স্থানীয় হিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।

নিহতের স্বজনরা জানান, বাড়িরপাশে রান্নার জন্য শুকনা ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক লায়লা আফরোজ জানান, হাসিবুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৭ জুলাই ২০২৩