Print Date & Time : 21 August 2025 Thursday 5:51 am

মেহেরপুরে চাঁদা দাবি সম্বলিত চিরকুট ও বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের ইসারুল ইসলামের গরুর খামারের সামনে থেকে ২টি বোমা সদৃশ্য বস্তু ও চাঁদা দাবি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ইসারুল ইসলাম হিজলবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, ইসারুল ইসলামের বাড়ির পাশের গরুর খামারের সামনে শপিং ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনী থানা পুলিশের একটি দল। লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি পানি ও বালু ভর্তি একটি পাত্রে রেখে থানায় নেওয়া হয়। ওই ব্যাগের মধ্য থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে- ৩ লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি ঘর থাকবে না। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে।

ইসারুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। বছরখানেক আগে বাড়ি ফিরে একটি গরুর খামার করেছেন। কারা বোমা রেখে চাঁদা দাবি করছেন তা নিশ্চিত হতে পারছে না ইসারুল ইসলাম।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা শুরু করেছে পুলিশ।

তারিক//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৪,২০২৪//