Print Date & Time : 13 September 2025 Saturday 11:37 am

মেহেরপুরে  চিকিৎসক কর্মচারীদের মানব বন্ধন ও কর্মবিরতী

মেহেরপুর প্রতিনিধি 

সিলেট জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য কর্মচারীদের উপর নারকীয় হামলা সরকারী গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগসহ অন্যান্য স্থাপনা ভাংচুর ও বিনষ্টকরনের প্রতিবাদ এবং দোষিদের শাস্তির দাবীতে মানব বন্ধন ও কর্মবিরতী পালন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 আজ সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেহেরপুর— কুষ্টিয়া সড়কে এ মানব বন্ধন করেন তারা।

মানব বন্ধনে স্বাগত বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার বক্তব্য বলেন, ডাক্তাররা সব সময় রোগিদের জিবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। 

 কতিপয় দুবৃর্ত্ত অন্যায়ভাবে হাসপাতাল ভাংচুর চালিয়েছে। সরকারী সম্পদ বিনষ্ট করেছে। এদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবী জানান এই কর্মকর্তা।

একই সাথে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতী পালন করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২২ জানুয়ারি ২০২৪