গাংনী, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার কালী-গাংনী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন।
অন্যান্য আহতরা হলেন, সদর উপজেলার উপজেলার কালী গাংনী গ্রামের আজিজুর রহমানের ছেলে ফুরকান, নাসির উদ্দিনের ছেলে নাহিদুজ্জামান রাসেল, কামরুলের ছেলে আবুল কালাম, আবুল কালাম এর ছেলে লিজন, মৃত রিয়াজউদ্দিনের ছেলে বদর উদ্দিন, এবং তার ভাই সবদুল।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় বদরুদ্দিনের নেতৃত্বে তার লোকজন বিরোধপূর্ণ একটি জমিতে চাষ দিতে যান। এ সময় কুবুতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাধা দেন। এ সময় বাবুল আক্তার ও বদর উদ্দিনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হন।
আহতদের ৭ জনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ ফেব্রুয়ারি ২০২৪