Print Date & Time : 12 September 2025 Friday 11:13 pm

মেহেরপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১২ আগষ্ট) বিকালে মেহেরপুর জেলা শ্রমিক লীগের আয়োজনে শহরের কলেজ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। এসময় মেহেরপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহাবুব এলাহী, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সোহেল, অন্তত কুমার সাহা, নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুলসহ জেলা শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১২,২০২২//