মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর একটার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম উপজেলার পোড়াপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে।
আমজাদ হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় একটি নাশকতামূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি(তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকমীর্রা বিভিন্ন ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ড করে আসছে। এ ব্যাপারে রোব্বার গাংনী থানায় একটি মামলা করা হয়।
ওই মামলায় এজাহার নামীয় আসামী আমজাদ হোসেন। তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ নভেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post