Print Date & Time : 22 August 2025 Friday 5:40 pm

মেহেরপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

মেহেরপুর প্রতিনিধি : গত ১৫ বছর হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, জখম, ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম হত্যা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু, ছাত্র, যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীর বাহিনীর বিচারের দাবিতে মিছিল করেছে মেহেরপুর জেলা যুবদল।

 বুধবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

এ সময় মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ। 

মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, সদর উপজেলা যুবদলের আহবায়ক লিয়াকত আলী, মুজিবনগর উপজেলা যুবদলের আহবায় আবুল হাসান,   পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ যুবদলের শত শত নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। 

এ সময় মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ আগষ্ট  ২০২৪