মেহেরপুরে চারজন ট্রান্সফরমার চোরকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য দেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম।
চোর চক্রের সদস্যরা হলো, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত তুফান মন্ডল এর ছেলে মনিরুল ইসলাম খোকন (৪০), কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার তাজপুর মোল্লাপাড়ার হায়াত মন্ডলের ছেলে সেলিম আলী (৩৪), কুষ্টিয়া জেলার বড়বাজার ঘোড়ারঘাট এলাকার মৃত ফকির চাঁদ মালিথার ছেলে হারেজ মালিথা (৫৮), নাটোরের শ্যামপুর গ্রামের রশিদ ব্যাপারীর ছেলে রফিক (৩৭)। কুষ্টিয়া দোস্তপাড়া অসীম মন্ডল এর বাড়ির ভাড়াটিয়াদেরকে গ্রেফতার করেন।
পুলিশ সুপার রাফিউল আলম জানান, মেহেরপুর একটি কৃষি নির্ভর জেলা হওয়ায় পত্র জেলার মাঠে-ঘাটে প্রচুর সংখ্যক বৈদ্যুতিক শেষ পাম্প বিদ্যমান। গত ২/৩ মাস যাবত মেহেরপুর এবং আশপাশের জেলার ফসলের মাঠ হতে একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র প্রায় ৪০/৪৫টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।
এ সংখ্যাতে মেহেরপুর সদর এবং মুজিবনগর থানায় পৃথক পৃথক মামলার অজু হয়। উক্ত চুরির ঘটনা মেহেরপুর জেলা পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। হেরি ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেহেরপুর পুলিশের একটি চৌকস টিম উক্ত চর চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।
গত ২ আগস্ট পুলিশ পরিদর্শক ডিবির ওসি মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম মেহেরপুর এবং কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রের চারজনকে গ্রেফতার করে। চোর চক্রের সদস্যদের কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন দেশীয় অস্ত্র ও মোবাইলসহ যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা সত্যতা স্বীকার করেছে আসামিরা। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ আগস্ট ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post