মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাতে গাছ কেটে সড়ক অবরোধ করে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা গাড়িতে
গন ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার সহ তিন ডাকাত কে আটক করেছে জেলা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গাছ কাটা করাত ও ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন রাজবাড়ী জেলা পাংশা সেন পাড়ার আলতাব মন্ডল, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এলাকার রমজান আলী ও আসাদুল ইসলাম শরীফ। আটককৃত তিন ডাকাত কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টার দিকে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম প্রেস ব্রিফিং এর মাধ্যম আটকের বিষয় টি নিশ্চিত করেন।
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় তিনি আরো জানান, এক সপ্তাহ আগে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাতে এক দল ডাকাত সড়কে গাছ ফেলে গণ ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতদল বিভিন্ন পরিবহন, ট্রাক, মাইক্রোবাসে ডাকাতি করে।
এঘটনার পর ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম ডাকাতদের গ্রেফতারে মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাত সর্দার রাজবাড়ী জেলার পাংশা সেন পাড়া থেকে আলতাব মন্ডল কে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ডাকাত রমজান হোসেন ও আসাদুল ইসলাম শরীফ কে আটক করা হয়।
আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর কুষ্টিয়া সড়কের কামারখালী সিন্দুর কোটা বড় ব্রিজের নিচ থেকে গাছ কাটা একটা করাত ও পাঁচটি দেশীয় তৈরি হাসোয়া, ডাকাতির কাজে ব্যবহৃত পোশাক উদ্ধার করা করে পুলিশ।
ডাকাত সরদার আলতাফ মন্ডল এর নামে বিভিন্ন থানায় আটটি ডাকাতি ও একটা অস্ত্র মামলা রয়েছে। এছাড়া রমজানের নামে ডাকাতি মামলা ও আসাদুল ইসলাম শরীফের নামে একটি হত্যা মামলায় সাজা প্রাপ্ত আসামি বলেও জানান পুলিশ সুপার।
এসময় প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সদর সার্কেল আব্দুল করিম সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এহ/09/11/24/ দেশ তথ্য
প্রিন্ট করুন
Discussion about this post