ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শামীম হোসেন,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ কামরুন্নাহার। এদিকে এর আগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে মেহেরপুর শহীদ সামছুজোহা নগরউদ্দ্যান থেকে শুরু করে বর্ণাঢ্য র্যালীটি বাদ্দ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, জেলা পরিষদের প্রধন নির্বাহী কর্মকর্তা শামিম হোসেন রেজা,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন,জ তাহাজ উদ্দিন, আবুল কাসেমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ সেপ্টেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post