মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরে দুটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন মাহমুদ (৩৫) নামের একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মাহমুদ মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের নাসিম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ও তার সঙ্গীরা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই শেষে বাড়ি ফেরার পথে দুটি ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন লিটনসহ ১১ জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটন মাহমুদকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ এপ্রিল ২০২৪

Discussion about this post