জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর ১ আসনের সাংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, আমরা দেখি বিভিন্ন ধরনের প্রতিবন্ধী চলাফেরার করার অসুবিধা হয়। এই অসুবিধাগুলো হয় কারো রোড এক্সিডেন্টে, কারোর স্টক জনিত কারণে, প্যারালাইসেস এর কারনে আবার কারোর জন্মগত গত ভাবে প্রতিবন্ধী হয়।
যারা সঠিকভাবে চলাফেরা করতে পারে না তাদের এই হুইলচেয়ার গুলো খুব দরকার। এটা দিতে পেরে আমরা আনন্দিত।
তিনি আরো বলেন, এই চেয়ারগুলো তাদের অনেক প্রয়োজন ছিলো তিনি কিন্তু কিনতে পারছিলেন না সে জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই তিনি সারা বাংলাদেশে প্রতিবন্ধী মানুষদের জন্য যে ভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন এবং দেশের প্রত্যেকটি প্রতিবন্ধী মানুষকে দিতে পারি সেভাবে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
এবার সরকারের পক্ষ থেকে ২০০ টু হুইল চেয়ার পেয়েছি তারমধ্যে ৫০টি ইতিমধ্যে দেয়া হয়েছে। আজ মেহেরপুরে দেড়শ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার দেওয়া হবে। যদি আবেদন করার মত কেউ থাকে আমার তাদেরকেও দিতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দে রবিবার দুপুর দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে চেয়ারগুলো বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে চেয়ারগুলো তুলে দেন। এছাড়াও ২০ জন পুরুষ প্রতিবন্ধীদের চলাচলের জন্য ট্রাই সাইকেল দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে চেয়ার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী মোহাম্মদ ফজলে রাব্বি, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসন প্রমুখ।
পরে প্রতিবন্ধীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এসময় প্রতিবন্ধীদের বিভিন্ন প্রয়োজনে সর্বচ্চো সহযোগীতার আশ্বাস দেন তিনি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুন ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post