মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র জনতা।
আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলার বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে যোগসাজশে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে। তারা এই অপচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা আরও দাবি তোলেন, জড়িত আইনজীবীদের সনদ বাতিল করতে হবে, যাতে ভবিষ্যতে তারা এমন অন্যায় কাজে সহায়তা করতে না পারেন।
এ সময় প্রতিবাদী ছাত্ররা বলেন, ধর্ষণকারীদের জামিন করানো আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও পারভীন সুলতানার সনদ বাতিল না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা দাবি করেন, ধর্ষণকারী ও তাদের জামিনে সহায়তাকারীরা সমান অপরাধী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা নাসিম, মুন্না, বিপ্লব, গাফফারসহ অসংখ্য প্রতিবাদী ছাত্র-জনতা। তারা একযোগে দাবি জানান, শিশু উজালার প্রতি ঘটে যাওয়া নির্মমতার যেন দ্রুততম সময়ের মধ্যে সুবিচার হয়।

Discussion about this post