মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ভৈরব নদ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ শনিবার দুপুর ২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হিতিমপাড়া গ্রাম সংলগ্ন ভৈরব নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
স্থানীয়রা জানান, ভৈরব নদে সদ্য ভুমিষ্ট এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে হিতিমপাড়া এলাকার লোকজন।
খবর পেয়ে পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে। স্থানীয় আরাে জানান, সদ্য ভুমিষ্ট নবজাতকটি হয়তাে কারাের অবৈধ সন্তান।
তাই লোক লজ্জার ভয়ে হয়তাে তাদের মা-বাবা মরদেহ নদে ফেলে দিতে পারে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান ,সদ্য ভুমিষ্ট নবজাতকের মরদেহ বৈভর নদীর পাড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয় এবং ময়না তদন্ত করা জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে।

Discussion about this post