Print Date & Time : 21 July 2025 Monday 9:55 am

মেহেরপুরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

মেহেরপুর প্রতিনিধি : আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২ এর প্রথম দিন। মেহেরপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব।

সোমবার সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে জাতীয় সংগীত পরিবেশন ও “এসো হে বৈশাখ” গানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুদিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।