মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি ইটভাটাসহ তিন জনের কাছ থেকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা আদায় করে।
বুধবার পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে গাংনী র্যাব ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার সদর থানাধীন টেংরামারী এলাকায় এমআরএইচ ব্রিক্সে অভিযান চালানো হয়। এসময় ইটভাটার কোন অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯) এর অপরাধে ভাটা মালিক মোঃ রুহুল আমিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর দিকে মেহেরপুর আ লিক পাসপোর্ট অফিসের সামনে মহাসড়কের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইনের শব্দ দূষণ বিধিমালা ২০০৬ ভঙ্গের অপরাধে মোঃ হান্নানকে ৫০০ টাকা, মোঃ ইমন হোসেনকে একহাজার টাকা এবং মোঃ মশিউর রহমানকে ৫০০ টাকা অর্থ দন্ড করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ জানুয়ারি ২০২৪
প্রিন্ট করুন
Discussion about this post