Print Date & Time : 13 September 2025 Saturday 7:28 am

মেহেরপুরে পাগল সেজে বাস চুরি

পাগল সেজে দূরপাল্লার পরিবহন বাস চুরি করতে গিয়ে ধরা খেলেন আবু মুসা (৩০) নামের এক ব্যক্তি। আটক আবু মুসা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালগ্রামের আবু বক্করের ছেলে।

শনিবার দিবাগত রাত দেড় টার দিকে মেহেরপুর শহরের কলেজমোড় এলাকা থেকে জে আর পরিবহনের একটি বাস যার নং (ঢাকা মেট্রো ব ১৪-৭১৯৯) বাস চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় ওই বাসের হেলপার রাজু মোটরসাইকেল নিয়ে তাড়া করে। অবশেষে আমঝুপি এআরবি কলেজের সামনে গিয়ে বাস ও চোর আবু মুসাকে আটক করে। পরে সেখান থেকে বাসটি উদ্ধার করে নিয়ে আসেন। এসময় খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে চোর আবু মুসাকে থানায় নেয়।

গাড়ির হেলপার রাজু বলেন, গাড়িটি কলেজ মোড়ে দাড় করিয়ে আমি আর চালক সাগর মিয়া একটি হোটেলে পরোটা খাচ্ছিলাম। হঠাৎ দেখি বাসটি ছেড়ে চলে যাচ্ছে। পরে আমরা মোটরসাইকেলযোগে তাড়া করি। এক পর্যায়ে এআরবি কলেজের সামনে গিয়ে ধরে ফেলি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কেএম রেজাউল হক বলেন, রাতে শ্রমিকদের কাছ থেকে আবু মুসাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জেআর পরিবহনের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হয়নি। মামলা না দিলে অন্য মামলায় তাকে চালান দেওয়া হবে।

উল্লেখ্য, আবু মুসা পাগল বেশে কিছুদিন মেহেরপুর বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করছিল। সুযোগ বুঝে জেআর পরিবহনের ওই বাসটি চুরি করে পালাচ্ছিল। বাস চুরি করার অপচেষ্টার বিষয়টি এখন মেহেরপুর শহরের প্রধান আলোচ্য বিষয়।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৩,২০২৩//