Print Date & Time : 23 August 2025 Saturday 1:18 am

মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

মেহেরপুর প্রতিনিধি : ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে মেহেরপুরে জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন। জেলা বিএনপির আয়োজনে আজ বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর  ১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। 

বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ, শহর বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন সহ নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, ছাত্র হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে পারবেন না। এই দেশের মানুষ আপনাদের ছাত্র হত্যার বিচার করে ছাড়বে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ আগষ্ট  ২০২৪