Print Date & Time : 12 September 2025 Friday 11:44 pm

মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুর গাংনীতে মহান স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার বিকালে সাবেক এমপি আমজাদ হোসেনের কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলামের সঞ্চালনায় গাংনী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মারুফ পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করে। তিনি সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করেন। দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে সরকারের সিন্ডিকেট দায়ী বলে উল্লেখ করেন। তিনি অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য দাবী জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার। এসময় বক্তব্য রাখেন. রাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মটমুড়া ইউনিয়নের আনিছুর রহমান, কৃষক দলের মিজানুর রহমান, মহিলা দলের আজমা আক্তার, কাজিপুর ইউনিয়নের শফিকুল ইসলাম,তেতুলন্বাড়িয়া ইউনিয়নের মামুনুর রশিদ,সাহারবাটি ইউনিয়নের রাজু হোসেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ সেপ্টেম্বর ২০২৩